আমরা অনেকেই আছি যারা আমাদের এই জিনিসটা নাই ঐ জিনিসটা নাই বলে হা-হুতাশ করি। সবসময় ভাবি আমি কেনো এমন করে জন্মালাম। আমার কেনো সব নাই। একবার ভেবে দেখেছি কি, এই আমি যেই জিনিসটা চাচ্ছি তাই কিন্তু অনেকেই পাচ্ছে না। যেমন ধরুন আপনার একটা Android smartphone আছে কিন্তু এটার হয়ত এমন কোন ফিচার নাই যেটা আপনি চাচ্ছেন। ভেবে দেখুন অনেকের Android Phone ই নাই। আমরা যারা অনলাইন বেইজড প্রফেশনে জড়িত, তারা হয়ত খুবই ভালো অবস্থানে আছি কিন্তু যদি রাস্তায় বের হন দেখবেন কতরকম মানুষ আছে। বিশেষ করে গাবতলী বা সায়েদাবাদ বাস টার্মিনাল এ গেলেই চোখে পড়বে। আমি গত দেড় বছর প্রতি সপ্তাহেই ট্রাভেলিং করেছি প্রায়। আমি দেখেছি মানুষ বন কলা খেয়ে রাস্তা পাড়ি দেয় । আমি হোটেলে বসে ভাবছি , “ধুর মাছ না খেয়ে মুরগীর মাংস নিলে ভালো হত” । অথচ তার একটু পড়েই কেউ এসে শুধু ডাল দিয়ে ভাত নিয়ে খেয়ে গেলো আমার পাশে বসেই । গলা দিয়ে খাবার নামে তখন?
আপনি হয়ত একজোড়া দামী জুতোর জন্য বায়না ধরলেন বা কিনতে না পেরে মন মড়া হয়ে আছেন। ভেবে দেখেছেন আপনার বাবা কি পড়ছেন। আপনার বাবা কি খাচ্ছেন। আজ হয়ত বাবাটা আপনার পছন্দের বাইক কিংবা মোবাইলটা দিতে পারছেন না কিন্তু আপনাকে মানুষ করতে হয়ত কোন এক ভাতঘরে বসে উনি ডাল ভাত খাচ্ছেন । হ্যা শুধু ডাল আর ভাত!
আপনি কিছুই পারেন না। খালি খালি বলেন আপনি এতো পড়েন তাও কেনো হচ্ছে না। আপনি কি একটু দেখেছেন ক্লাসের যে সেরা ছেলে কিংবা মেয়েটা সে কি পরিমান কষ্ট করছে? নকল করে যারা পাশ করে তাদের যদি আপনি মেধার মানদণ্ডে দাড় করান তবে হবে না। দেখুন তার কি কষ্ট। এতো সহজে সব হয় না।
একজন মানুষ খুবই সফল । আজ একটা বড় টিম লিড দিচ্ছেন। কিংবা হাইফাই গ্যাজেট ব্যবহার করছেন। অথবা স্পোর্টস কার হাকাচ্ছেন। আপনি কি ভেবে দেখেছেন কখনো এইসব সে কিভাবে পেয়েছে। তাকে কে নিয়ে দিয়েছে? সে নিজেই করেছে। অনেক খেটেছে। বাপ , ভাই- দাদার জিনিসের ফুটানি ওয়ালারা এইটা কখনোই বুঝবে না!
একটা মানুষ সবসময় একই সময়ের মধ্যে যায় না, কখনো স্ট্রেস এ থাকে । কিংবা কখনো সে চায় আপনি যেনো তার চেয়েও বড় কিছু হন। তাই আপনার শর্টকাটে বড় হবার ইচ্ছে যেটা কখনোই হবে না তার জন্য সে আপনাকে avoid করে। এখন আপনি যদি ভেবে নেন যে সে একটা কিছু ভাব ধরলো তাহলে কি হল? আপনি কিন্তু তাকেও ছাড়িয়ে যাবার সুযোগটা হাত ছাড়া করে ফেললেন।
আপনার বাবা মা আপনাকে হয়ত না চাইতেই অনেক কিছু দিয়ে দিচ্ছেন । কখনো কি ভেবে দেখেছেন সবাই আপনার বাবা কিংবা মা না। তাই অন্যদের কাছে চাইবার কিছু ভদ্রতাবোধ আছে । তা কি আপনি শেখার দরকার নাই?
শিখতে হলে পড়তে হয়। অনেক অনেক বেশী পরিমানে পড়া লাগবে। মানুষের জীবন ফলো করা লাগবে। মানুষের সাথে মেশা লাগবে। বাবা মা যারা এইকালের আছেন সন্তানকে মানুষের সাথে মিশতে দিন। অতীতকে অস্বীকার করা যাবে না। তাই প্রথমে মনীষীদের সম্পর্কে জানা লাগবে । তাদের স্ট্রাগল নিয়ে জানা লাগবে। এরপর সমসাময়িক মানুষের লাইফস্টাইল নিয়ে না জেনে স্ট্রাগল নিয়ে জানতে হবে। প্রতিদিন নিজের চেয়ে under privileged মানুষের দিকে তাকান। দেখবেন চাহিদা কমে যাচ্ছে। প্রতিদিন নিজের চেয়ে সেরা (জ্ঞানের দিক থেকে) দের দিকে তাকান । জ্ঞান অর্জনের ক্ষুদা বেড়ে যাবে।
একদিন আমরা আপনাকে নিয়েই গর্ব করবো । আপনাকে দেখে পথ দেখবো , সাহস পাবো । শুভ কামনা রইলো।